সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে বেসরকারিভাবে ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা কন্ট্রোল রুমে এ ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলাম।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল বাসির হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নয়টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রেই ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। সার্বক্ষণিক টহল দিয়েছেন র্যাব ও বিজিবি সদস্যরা। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৪ হাজার ৪০২ ভোটারের মধ্যে ১০ হাজার ৮৮৭ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার প্রতিষ্ঠাকাল থেকে মেয়র পদটি বিএনপির দখলে ছিল। ১৬ বছর পরে নৌকার প্রার্থী মো. সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি