সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিয়ে নিয়ে গত দুই বছর ধরেই গুঞ্জন ছিল। জানা গেছে, তিনি ২০১৬ সালে বিয়ে করেছেন। এটা সংবাদমাধ্যমের মারফত শুধু এটুকু খবরই জানতে পারেন তার ভক্তরা। তবে নিজের স্ত্রীর ব্যাপার নিয়ে সবসময়ই নীরব ছিলেন এই গতি তারকা।
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার স্ত্রীর সঙ্গে দুটি সেলফি সোশ্যাল সাইটে আপলোড করলেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আমার স্ত্রী।’
জানাযায়, রুবেলের জীবনসঙ্গীর নাম ইশরাত জাহান দোলা। রুবেলের পোস্টে ভক্ত ও শুভানুধ্যায়ীরা কমেন্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
অনেকেই আবার লিখেছেন, যাক অবশেষে আপনার স্ত্রীকে সবার সামনে আনলেন। তবে পূর্বে অনেক ক্রিকেটারেরই স্ত্রীকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছবি আপলোড দিয়ে অনেক বাজে অভিজ্ঞতা হয়েছিল। তাই অনেক ভক্ত অশালীন এবং অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, চলচিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ২০১৪ সালে ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাও করেছিলেন। যে কারণে দু’দিন কারাগারেও থাকতে হয়েছিল তাকে। পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল।
বর্তমান রুবেল শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলের) শেষের দুই রাউন্ড জ্বরের কারণে খেলা হয়নি তার। অসুস্থ অবস্থায় সময়টা বাগেরহাটে নিজের স্ত্রী ও পরিবারের সঙ্গেই কাটিয়েছেন এই গতি তারকা।
জানা গেছে, কিছুদিনের মধ্যে নিজের ফিটনেস ট্রেনিং শুরু করবেন। এরপর আগামী মাসে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সফর উপলক্ষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই পেসার।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি