সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
কানাইঘাট প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদ আড়াই বছর পেরিয়ে যাওয়ার পরও পদ স্থায়ী না হওয়ার কারনে সিলেটের কানাইঘাটে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব থেকে স্বেচ্ছায় ৩ শিক্ষক অব্যাহতি নিয়েছেন।
চলতি দায়িত্বপদ থেকে অব্যাহতি নিয়ে স্বেচ্ছায় পূর্বের পদে উপজেলার নূনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনরায় সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন মাহবুবুর রশিদ।
এছাড়া প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদ থেকে অব্যহতি এবং সহকারী শিক্ষক পদে ফিরে যাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন দলকিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা বেগম ও নূনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলাল আহমদ।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় আড়াই বছর হয়ে গেছে এখনো পর্যন্ত প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদ স্থায়ী না হওয়ার কারণে তারা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে স্বেচ্ছায় তারা পুনরায় সহকারী শিক্ষক পদে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছেন।
উপজেলার অনেক সরকারি প্রাথমিক শিক্ষক জানিয়েছেন, প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদ দ্রুত স্থায়ী করে শিক্ষকদের মর্যাদা প্রদানের জন্য শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি