সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
খেলাধুলা ডেস্ক : খেলার মাঠে বল হাতে প্রায়ই আগুন ঝরান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তবে এবার আগুনের সঙ্গে তিনি যা করলেন তা রীতিমতো গা শিউরে উঠার মতো।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, বল হাতে জ্বলন্ত কয়লা দিয়ে তৈরি পথ বানিয়ে হাঁটছেন তাসকিন, তাও কি না খালি পায়ে!
ভিডিওটি পোস্ট করে তাসকিন লিখেছেন, আমি আমার দেশকে আমার সেরাটা দিতে চাই। আমার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অসাধারণ পারফরম্যান্স বের করার জন্য এটি অত্যন্ত শক্তিশালী মানসিক অনুশীলন!! এটাই শেষ নয়। আমি আমার মনের মধ্যে নেক্সট লেভেলে ব্রেকথ্রুর জন্য প্রক্রিয়ায় আছি!! এখনো অনেক দূর যেতে হবে! প্লিজ আমার জন্য দোয়া করবেন!!! তোমাদের সবাইকে ভালোবাসি!
তাসকিনের এই ভিডিও রীতিমতো ভাইরাল। এমন কাণ্ডে অবাক হয়েছেন তাসকিনের ভক্ত-অনুরাগীরা। ঘটনাটিকে তাসকিনের ‘অগ্নিপরীক্ষা’ বলে আখ্যা দিচ্ছেন তারা।
অনেকে প্রশ্ন ছুড়েছেন, উইন্ডিজ সফরকে সামনে রেখে এমন ‘অগ্নিপরীক্ষার’ কি দরকার ছিল? এতে বিপদ বাড়তেও পারত বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।
এসব প্রশ্নের জবাব আগেই দিয়েছে রেখেছেন তাসকিন। এমন কাণ্ডকে মনযোগ ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি ‘মাইন্ড সেশন’। তাছাড়া একজন বিশেষজ্ঞ ট্রেইনারের অধীনে তিনি এই সেশন সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তাসকিন। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলে জাতীয় দলের জার্সিতে আরও একবার আগুন ঝরানোর সুযোগ থাকছে এ স্পিডস্টারের।
ভাইরাল হওয়া গা শিউরে উঠার মতো সেই ভিডিও
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি