সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী, স্পিকার সবায় নারী। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীর ক্ষমতা অনেক বেশী। আমাদের দেশের গত এক দশকে প্রতিষ্ঠান প্রধান নারীদের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর কালে সংরক্ষিত-৩২ আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের হিসেবে মোট প্রতিষ্ঠানের মধ্যে নারী প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা- ৫ লাখ ৬৩ হাজার ৩৬৮টি। যা ২০০১ ও ২০০৩ সালে ছিল ১ লাখ ৩ হাজার ৮৫৮টি। অর্থাৎ গত দশকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা পাঁচগুণ বেশি হয়েছে।
সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০১-২০০৩ সালে মোট নারীকর্মীর সংখ্যা যেখানে ছিল মাত্র ১২ লাখ ২৯ হাজার ৪১৩ জন। সেখানে ২০১৩ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৫১ হাজার ৭১৮জন। সুতরাং গত দশকে নারীকর্মীর সংখ্যা প্রায় তিন গুণ বেশি হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১ ও ২০০৩ সালের শুমারি অনুযায়ী, সামগ্রিক অকৃষিমূলক অর্থনীতির মধ্যে পল্লী এলাকার অবদান ছিল ৬২ দশমিক ৬১ ভাগ। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৪৮ ভাগ।
তিনি বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশ স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৬ সালে অর্থনৈতিক শুমারি অনুযায়ী স্থায়ী প্রতিষ্ঠান ছিল ১৫ লাখ ৬১ হাজার ৯২৬টি।
২০০৩ সালে ছিল ২৯ লাখ ৯১ হাজার ২৪৯টি। ২০১৩ সালে বেড়ে হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৯১টি। গত ১৭ বছরে স্থায়ী প্রতিষ্ঠান বেড়েছে ১৪ লাখ ২৯ হাজার ৩২৩টি। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, বাংলাদেশের অর্থনীতির ভিত ক্রমশ মজবুত হচ্ছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি