সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশকে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষ যাতে আপনাদের কাছে এসে ন্যায়বিচার পায় সেই বিশ্বাস সৃষ্টি করতে হবে। আপনাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশে যাকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, চোরাচালান, মাদক ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে পুলিশকে আরো বেশি সচেষ্ট হতে হবে। জনগণের সেবা আমাদের লক্ষ্য। আর এজন্য প্রয়োজন আইনশৃঙ্খলা অবস্থার উন্নতি করা। এজন্য পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কাজে আওয়ামী লীগের কেউ যদি প্রভাব খাটায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার আহ্বান জানালেন খোদ প্রধানমন্ত্রী। আমি অন্যায়কারীকে প্রশ্রয় দিইনি, দেবও না। সরকার উৎখাতের নামে গত বছর তিন মাস ধরে যে তাণ্ডব চালানো হয়েছে তা মোকাবেলা করার জন্য পুলিশ বিভাগকে আমি ধন্যবাদ জানাই। তবে গ্রামেগঞ্জে অনেক দুর্বল মানুষ রয়েছে তাদের রক্ষার দায়িত্ব পুলিশের। দুর্বল মানুষের জমিজমার ওপর অনেক সময় প্রভাবশালীদের খারাপ নজর থাকে, তাদেরকে হেনস্থা হতে হয়। এসব প্রশ্রয় দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবো। এজন্য পুলিশ বিভাগেরও কৃতিত্ব রয়েছে। আমরা আমাদের অর্থনীতিতে আরও গতি আনতে পারতাম। আগুন সন্ত্রাস না হলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত হতে পারতো। ইনশাআল্লাহ আগামীতে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগে গিয়ে ঠেকবে।
আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও বিএনপি-জামায়াত-শিবিরের হরতাল-অবরোধের নামে নৃশংসতা মোকাবেলা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ বোমা হামলা মামলার তদন্তেও পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আপনারা। আপনাদের ভূমিকায় জুয়া-চোরাচালান, নারী ও শিশু চালান আমরা বন্ধ করতে পেরেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।
আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সমন্বয়ে কিছুটা গতি এসেছে, এটা নিয়ে কাজ হচ্ছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি