সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : দুই দলের মধ্যকার আগের দুই ম্যাচের মতো এবার গোলবন্যা হয়নি। তবে আর্জেন্টিনার জয়রথ থামাতে পারেনি বলিভিয়া। আগের দুই ম্যাচে এক ডজন গোল দেওয়া বলিভিয়াকে বুধবার ২-০ গোলে হারিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডারে এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল মারকাদো। টানা তৃতীয় জয়ে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেরার্ডো মার্টিনোর দল।আর্জেন্টিনার করদোবায় স্টাডিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মারকাদো (১-০)। অবশ্য গোলটি পেতে পারতেন গঞ্জালো হিগুয়েন। মেসি মাঝমাঠ থেকে ফ্রি-কিকে বল বাড়ান হিগুয়েনকে। নাপোলির এই ফরোয়ার্ড বলিভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালের দিকে পাঠালেও এক ডিফেন্ডার শুয়ে পড়ে তা ফিরিয়ে দেন। আবার বল পেয়ে হিগুয়েন বল বাড়ান মারকাদোকে। ফাঁকা জালে বল জড়াতে কোনো সমস্যা হয়নি রিভার প্লেটের এই ডিফেন্ডারের। ১০ মিনিট পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে বলিভিয়ার এক খেলোয়াড় আর্জেন্টিনার এভার বানেগাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে মেসির জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি অতিথি গোলরক্ষক। এই গোলে একটি মাইলফলকে পৌঁছালেন মেসি। জাতীয় দলের হয়ে বার্সেলোনা ফরোয়ার্ডের গোল হলো ৫০টি। ৭৮ ম্যাচে ৫৬ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গাব্রিয়েল বাতিস্তুতা। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি সময় আরো বেশ কিছু আক্রমণ করেছিল আর্জেন্টিনা। তবে সেগুলো থেকে আর সফলতা আসেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই তাই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি