সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫
সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনরুদ্ধার করা রামাদিতে সফরে গেলে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর আল জাজিরার।
ইরাকি বাহিনী রামাদি পুনর্দখলের ঘোষণা দেওয়ার এক দিন পর মঙ্গলবার শহরটিতে সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী।
আইএসের বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষের একদিন পর সোমবার রামাদিতে বিভিন্ন সরকারি ভবনে পতাকা উড়িয়েছে সরকারি সেনারা। তবে এসব এলাকায় এখনো আইএসের উত্থানের আশঙ্কা রয়েছে।
দেশটির সেনাবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এক টুইট বার্তায় রামাদি সফরের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে আবাদি বলেন, ২০১৬ সালে ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করা হবে। এর আগে সোমবার আইএসের দখলে থাকা রামাদি শহরের নিয়ন্ত্রণ দেশটির সেনাসদস্যরা নিয়েছে বলে জানানো হয়। তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, শহরের কিছু কিছু এলাকায় এখনো প্রতিরোধ হচ্ছে।
আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএসের দখল থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। এটি হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি