সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : বিয়ের মাত্র দুই মাসের মাথায় অভিমানে ঘরের সিলিং-এ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নববধূ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : হবিগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ, ২ ননদ আটক
জানা গেছে, নিহত নববধূর নাম সীমা আক্তার। সে হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে। অপরদিকে বর একই উপজেলার ভাদৈ গ্রামের সাইফুল আলম। বিয়ের পর সংসার সাজানোর আগে সীমার ইচ্ছা ছিল মাস্টার্স শেষ করার। কিন্তু তার স্বামী সাইফুল আলম এতে রাজি হননি। তাই অভিমানে ঘরের সিলিং-এ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সীমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল তাজপুর গ্রামে নানাবাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে ঘরের দরজা বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মাধবুপর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাথরুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সীমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে। ঘটনার কিছুক্ষণ পর হবিগঞ্জ থেকে সাইফুল আলমের দুই বোন ওই বাড়িতে আসলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সীমা আক্তারের বাবা আব্দুস শহীদের অভিযোগ, বিয়ের সময় সাইফুলকে মোটরসাইকেলসহ প্রচুর জিনিসপত্র দিলেও তিনি সীমাকে প্রায়ই যৌতুকের জন্য নির্যাতন করতেন। যৌতুক না পেয়ে সীমাকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলে দাবি তার। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এটি একটি আত্মহত্যার ঘটনা। হত্যা করা হলে লাশের গায়ে চিহ্ণ পাওয়া যেত এবং ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ থাকার কথা নয়। মূলত সীমা মাস্টার্স পড়তে চাইলে স্বামীর সম্মতি না পেয়ে অভিমান থেকে এই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি