সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মৌলভীবাজার জেলা যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিল স্বাক্ষরিত একটি নির্দেশনায় বহিষ্কার করা হয়।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনাপত্রে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হওয়ায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্র ২২(ক) ধারায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে সামস পরশের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
কমলগঞ্জে অবস্থান করা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কারের বিষয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতির পথচলা শুরু। দুঃসময়ে দলের হাল ছাড়িনি। এটা আমার প্রতি অবিচার করা হয়েছে। তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে তার বাইরে আমার কিছু বলার নেই। আমার বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি