সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উৎসব শুরু হয়েছে। বুধবার বিকাল ৭টায় তিনদিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাউল শাহ আব্দুল করিম গানে গানে বলেছেন মাটি ও মানুষের কথা। করিম সর্বদা মানুষের অধিকার বিষয়ে সচেতন ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তার গানে যেমন প্রেম ও আত্মাধ্যিকতা রয়েছে, তেমনি রয়েছে অধিকার আদায়ের মন্ত্রও। শাহ আব্দুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উৎসবে অর্থমন্ত্রী বলেন, আমরা বাউল করিমকে আবিষ্কার করতে অনেক দেরি হয়ে যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছিল। করিম সর্বদা রাজনীতি সচেতন ছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি গানের মাধ্যমে প্রতিবাদও জানিয়েছে বিভিন্ন সময়। ব্রিটিশবিরোধী আন্দোলনে করিম স্বপ্রণোদিত হয়ে অংশ নেন। গানের মাধ্যমে প্রতিবাদ জানান শোষণ-বঞ্চনার। সুনামগঞ্জে এক জনসভায় তার কণ্ঠে গান শোনে বঙ্গবন্ধুও মোহিত হয়েছিলেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সেদিন সমাবেশে অসংখ জনতা যেমন করিমের গান শোনে তাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন তেমনি বঙ্গবন্ধুও তাকে কণ্ঠে গান ধারণের মাধ্যমেই এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছিলেন সেসময়ের ক্ষুদে শিল্পীকে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সুচিত উৎসবের উদ্বোধন পর্বে করিমের রচিত ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম..’ গাওয়া হয়। পরে আয়োজক কমিটির সিলেট পর্বের সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তার সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্ঠা সুলতানা কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক গোলাম কুদ্দুস ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির সদস্য সচিব সংগীত শিল্পী জামাল উদ্দিন আহমদ বান্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি