সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে ছাত্রলীগের কমিটি পক্ষ আর বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে রিকাবীবাজার এলাকার ১৫/২০টি দোকানে ভাংচুর করা হয়েছে। এর প্রতিবাদে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা রাস্থায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর তারা বৈঠকে বসবেন। এসময় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে অবরোধ চলাকালে দীর্ঘ এক ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এসময় উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি। সিলেট ওসমানী হাসপাতালগামী রোগীবাহি গাড়িসহ কয়েকশত গাড়ি আটকা পড়ে। সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পক্ষ ও বিদ্রোহী পক্ষের নেতা শামীম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ চলাকাকলে জেলা সভাপতি সামাদ স্টেডিয়াম মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। এরপর পরই স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা-ভাংচুর চালানো হয়। ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আশ্বস্ত করে হামলা ও ভাংচুরকারিদের গ্রেফতার করা হবে। এই আশ্বাসে ব্যবসায়ীরা অবরোধ তোলে নেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি