সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
অনলাইন ডেস্ক : শীতকালের আগমনের সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। এজন্য সবচেয়ে বড় দায় কুয়াশার ঘাড়ে বর্তায়। কারণ কুয়াশার কারণে সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। এমনকি অন্য গাড়ির দূরত্ব আঁচ করাও কঠিন হয়ে দাঁড়ায়। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে অন্তত চারটি পরামর্শ মেনে চলুন। এতে আপনি সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১। কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে নিয়ন্ত্রণ রাখার সক্ষমতা নিয়ে গাড়ি চালাতে হবে। অর্থ্যাৎ সব সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে ধীরগতিতে সড়কে গাড়ি চালাতে হবে।
২। গাড়ি চালানোর সময় ফগ লাইট ও পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে হবে।
৩। লেন পরিবর্তন বা ওভারটেকিং করা এড়িয়ে চলতে হবে। এতে পেছনের গাড়ি ঘন কুয়াশায় সামনের আপনার গাড়িকে নাও দেখতে পারে।
৪। হাই বিম কুয়াশাকে আরো বেশি ঘন করে ফেলে। তাই হাই বিমে গাড়ি চালানো যাবে না। সব সময় লো-বিমে গাড়ি চালাতে হবে।
এছাড়া গাড়িচালকদের সতর্ক দৃষ্টি, সচেতনতা ও আন্তরিকতাই সড়ক দুর্ঘটনার হার কমিতে আনতে পারে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি