সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমে উঠেছে মিনিবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন। আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী অংশ গ্রহন করলেও ১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (০৩ মে) নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হকের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক রব্বানী মিয়া (ছাতা) ও হাফিজুর রহমান (মোটর সাইকেল)। সহ-সভাপতি পদে তৈয়ব আলী (চেয়ার) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজন মিয়া (আনারস) ও আনিছুর রহমান মতিউর (হারিকেন)। যুগ্ম-সম্পাদক পদে বিকাশ রায় বিকু (চাকা) ও আবদুল কবির (জাহাজ)। সাংগঠনিক সম্পাদক পদে আবদুল করিম (কাপ পিরিছ) ও নন্দ্র রায় (কলস)। কোষাধ্যক্ষ পদে রুহুল গণি দিলদার (তালাচাবি) ও সন্তোষ দেব (লাইটেস)। সদস্য পদে শংকর দাস (মাছ), জামাল মিয়া (আম) ও মিজান মিয়া (মোরগ) প্রতীক পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে তৈয়ব আলী (চেয়ার) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন এবং বর্তমান সভাপতি আবদুল মজিদ নির্বাচনে অংশ গ্রহন করেননি।
এদিকে, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা গণ-সংযোগ, প্রচার-প্রচারণা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আগামী ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের তাদের শ্রমিক নেতা নির্বাচিত করবেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি