সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সিলেট অঞ্চলে গ্যাস বিতরণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাসের বিল বাবদ বকেয়া রয়েছে ৪৮৩ কোটি ৩২ লাখ টাকা। জালালাবাদ গ্যাসসহ দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিলের পরিমাণ ৯ হাজার ১৮ কোটি চার লাখ টাকা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতি মন্ত্রী আরও বলেন, সবচেয়ে বেশি, ছয় হাজার ৬৭৭ কোটি টাকা, বকেয়া বিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।
এছাড়াও বাখরাবাদ গ্যাসের বকেয়া ৬৯৬ কোটি ৬১ লাখ টাকা, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ টাকা, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ টাকা, পশ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ টাকা এবং সুন্দরবনের ১২০ কোটি ৯৭ লাখ টাকা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ গত দশ বছরে তিতাস গ্যাসের সিস্টেম লসের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরে সিস্টেম লস প্রায় শূন্যের কোঠায় নামলেও এখন আবার বেড়েছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি