সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মরহুম আব্দুল আজিজ ভাসানীর ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: ইসলাম উদ্দিন বৃহস্পতিবার (০৩ মে) দিবাগত রাত ১১টা ৪০মিনিটে সময় নিজবাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ হতে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, ১ স্ত্রী ২ ছেলে ৪ মেয়েসহ আসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শুক্রবার (০৪ মে) দুপর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনা (ভূমি) মনুতাসির হাসান পলাশ এর উপস্থিতিতে জৈন্তাপুর মডেল থানার এস.আই আজিজ সঙ্গীয় ফোর্স সহ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনকে রাষ্ট্রিয় সম্মাননা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী আনোয়ার হোসেন, দরবস্ত ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত আলী, এ্যাডভোকেট আলতাফ হোসেন, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ।
এদিকে, বাদ জুম্মা দরবস্ত বাজার জামে মসজিদ প্রঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে ফান্দু কবরস্থানে দাফন সুসম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কামন্ডার সহ বীর মুক্তিযোদ্ধাগন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা মহান মুক্তিযোদ্ধের এই সূর্য সন্তানের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।
শোক প্রকাশ : বাংলাদেশ তথা বাঙ্গালী জাতীর সূর্ষ সন্তান জৈন্তাপুর উপজেলার এক উজ্জ্বল লক্ষত্র সকলের প্রিয় ব্যক্তি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক তার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনার(ভূমি) মনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর উপজেলো মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর সিরাজুল হক, ডেপুটি কমান্ডার হাজী মোঃ আনোয়ার হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, অফিসার ইনচার্জ(তদন্ত) আনোয়ার জাহিদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ডক্টর এনামুল হক সরদার, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ ফজলুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধক্ষ্য শাহেদ আহমদ, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, মোঃ আমিনুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক রাশেল মাহফুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন, সম্মানিত সদস্য শোয়ইবুর রহমান। সদস্য শোয়েব উদ্দিন, গোলাম সারওয়ার বেলাল, আবুল হোসেন মোঃ হানিফ। এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি