সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিংটা ভালই হয়েছিল। এতে কোন বৃষ্টি বাধাঁ দেয়নি। কিন্তু ফিল্ডিং এ যাওয়ার পর দুই দফা বৃষ্টির জন্য থামাতে হয় খেলা। প্রথম দফায় বৃষ্টি নামরে ওবার কমে হয় ১৬। এর পর দ্বীতিয় দফায় ওভার কমে হয় ১২। টার্গেট দেয়া হয় ১২০ রানের। তবে টার্গেটটা খুব সহজ ছিলনা। ধারাবাহিক উইকেট হারিয়ে মনোবল ভেঙ্গে যায় ওমানের। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ৫৪রানে হারতে হয়। বাংলাদেশের পক্ষে বোলিং এ সাকিব ৪ উইকেট। তাসকিন, আলামিন, মাশরাফি এবং সাব্বির প্রতেকে ১ উইকেট করে পায়। জয়ের মাধ্যমে বাংলাদেশ পৌছে গেল সুপার টেনে। এর আগে মাশরাফির টস ভাগ্যের উন্নতি হয়নি। বৃষ্টিভেজা আবহাওয়ায় টসে জিতে ওমান অধিনায়ক ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। তামিম ইকবালের দূর্দান্ত এক রেকর্ড সেঞ্জুরীতে বাংলাদেশ ওমানকে ১৮১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয়। তামিম ইকবাল ৬৩ বল মোকাবেলা করে ১০৩ রান করে অপরাজিত থাকেন। দলীয় ৪২ রানে লালচেতার বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ২২ বলে ১২ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ৪২ রান তোলেন তিনি।
দলীয় ১৩৯ রানের মাথায় দুর্ভাগ্যবশত আউট হয়ে যান সাব্বির রহমান। ২৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। এ ছাড়া তামিম ইকবালের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। ৯.১ ওভারে ১০.৫৮ গড়ে এই রান তোলেন তামিম-সাব্বির।
বাংলাদেশের ওরা ১১ জন: বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি