সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২২
খেলাধুলা ডেস্ক :
উইন্ডিজদের বোলিং তোপে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম অ্যান্টিগায় কোণঠাসা অধিনায়ক সাকিবের দল। রানের খাতাই খুলতে পারেননি ছয় ব্যাটসম্যান।
সাকিবের ফিফটিতে ৫১ এবং ওপেনার তামিমের ২৯ রানের কল্যাণে স্কোর বোর্ডে সংগ্রহ কোনরকম ১০০ এর কোটা পূর্ণ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে টাইগাররা গুটিয়ে গেছে ১০৩ রানে।
ক্যারিবীয়দের হয়ে জেইডেন সিলেস আর আলজারি জোসেফ নিয়েছেন ৩টি করে উইকেট নিয়েছেন। কাইল মায়ার্রস ও কেমার রোচ নেন ২টি করে উইকেট।
এদিন টস হেরে ‘নতুন’ অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান সতর্ক বার্তায় জানান, ম্যাচের প্রথম ঘণ্টা হবে খুবই গুরুত্বপূর্ণ। তবে অধিনায়কের চাওয়ার মান রাখতে পারেননি তরুণরা। অথচ আগের দিনই এই তরুণদের নিয়ে প্রশংসার ফুলঝুরি সাজিয়েছিলেন সাকিব।
ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে মাহমুদুল হাসান জয়। ‘গোল্ডের ডাক’ সঙ্গী করে ফেরেন এই ডানহাতি। অফ ফর্মে ভোগা নাজমুল হাসান শান্তর পরিণতি একই। ব্যাটিংয়ে মনোযোগ দিতে নেতৃত্ব ছাড়া মুমিনুল হকও বৃত্ত ভেঙে বের হতে পারেননি, আগের দুইজনের মতো শূন্য হাতে সাজঘরে ফেরেন।
উইন্ডিজে বাংলাদেশ দলের চ্যালেঞ্জের নাম ডিউক বল। এই বলের সুইং আর মুভমেন্টের হেরফের পড়তে পারেননি ব্যাটসম্যান। এতে উইকেট নিতে বোলাররা যতটা না চেষ্টা করেছেন, তার থেকে বেশি উইকেট বেলানোর দিকে মনোযোগ ছিল সফরকারীদের। নাহলে কি আর অভিজ্ঞ তামিম ইকবাল, লিটন দাসরা এভাবে নিজেদের উইকেট ছুড়ে দিতে পারেন!
তামিম ২৯, লিটন দাস ১২ আর নুরুল হাসান শূন্য আউট হন কোনো রান না করে। এতে প্রথম সেশনের আগেই ৬ উইকেট নেই বাংলাদেশ দলের। পরে ২৫ ওভারে সেই ৬ উইকেট হারিয়ে ৭৬ রান নিয়ে মধ্যহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ দল।
সাকিব ৩৯ বলে ২৭ এবং মিরাজ ২১ বলে ২ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা করেন। তবে বিরতি কাটিয়ে ফিরে নিজের খেলা প্রথম বলেই আউট মিরাজ। ৭ উইকেট হারাতিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে নিজের অর্ধশতক তুলে নেন সাকিব। তার ইনিংসটি থামে ৫১ রানে। ৬৭ বলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
মুস্তাফিজুর রহমান আর খেলাদ আমহেদ শূন্য রানে আউট হলে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। এবাদত হোসেন অপরাজিত থাকেন ৩ রান নিয়ে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি