সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬
স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মত এক সঙ্গে নারী-পুরুষ দুই বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা এর আগে কখনোই ঘটেনি, আগামী দিনে ঘটতে পারে, এমন আশাও ক্ষীণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যত মাথাব্যাথা তা শুধু পুরুষদের নিয়েই হয়ে আসছে। এতদিন ২২ গজে পুরুষদের যে রেকর্ড লিখতে পাতার পর পাতা খরচ করা হয়েছে,
যা হাজার ঘণ্টা পেরিয়েছে টেলিভিশনের পর্দায় সেই সমস্ত পরিসংখ্যানকে টেক্কা দিয়েছে ২২ গজে নারীদের রেকর্ড। টি-টোয়েন্টি নিয়ে বিশ্বের বাঘা বাঘা ক্রীড়াপ্রেমীরা যে সব তথ্য জানেন তা ভুল প্রমাণিত করে দেবে এমন কিছু তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে-
টি-টোয়েন্টিতে সবথেকে দ্রুত সেঞ্চুরি কার?
উত্তরটা সহজই মনে হচ্ছে, রিচার্ড লেভি। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আপনি কি এই উত্তরে একমত? যদি হয়ে থাকেন, তাহলে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ইহা ভুল, ভুল এবং ভুল।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারিবিয়ান (ওয়েস্ট ইন্ডিজ) ক্রিকেটার দিয়েন্দ্রা দোতিন ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন। তিনি বিশ্ব ক্রিকেটে সব থেকে কম বয়সী ক্রিকেটার যিনি মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্ষেত্রে এই নজির গড়েছেন।
টি-টোয়েন্টিতে সব থেকে বেশি উইকেট কার দখলে?
টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৪ ম্যাচে ৯২ ইনিংসে ৯৩ উইকেট নিয়ে সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ৭৭ ম্যাচে ৯৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টির নারী আসনে সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি স্পিনার অনিশা। তিনি এই কৃতিত্ব গড়েছেন ৫.২৩ ইকোনমিতেই। প্রতি ১৬.৯ রানে একটা করে উইকেট পেয়েছেন অনিশা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক কে?
এক কথায় উত্তর-নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৭০ ইনিংসে ২১৪০ রান। পুরুষদের ক্রিকেটে এটাই সর্বোচ্চ কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ম্যাককালামের অবস্থান দুইয়ে। আর এক নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের নারী দলের অধিনায়ক শারলেট এডওয়ার্ডস। টি-টোয়েন্টিতে ৮৮ ম্যাচে তার মোট রান ২৪০৩। সূত্র: জি-নিউজ
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি