সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮
বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১১ দিন বন্দি রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমার হোটেল ‘আল-তকদির’ থেকে হোটেল মালিক নিয়াজ উদ্দিন ও স্টাফ জসিম উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মে) দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযান চালিয়ে তাদের দু’জনকে রাত ১০টায় আটক করে পুলিশ। তবে, মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে একটি মহল।
গত ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণ সুরমার হোটেল আলতকদিরে রেখে পাশবিক নির্যাতনের এ ঘটনা ঘটে। এতে হোটেল আল তকদিরের মালিক ও স্টাফসহ ৪জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হচ্ছে- সুনামগঞ্জের দিরাইয়ের জসিম উদ্দিন, সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ উদ্দিন, একই হোটেলের স্টাফ জাকির ও নূর মিয়া।
অভিযোগে প্রকাশ, সিলেটের গোয়াইনঘাট থানার ঠাকুর বাড়ির এক তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জসিম উদ্দিনের। জসিম প্রেম প্রতারণা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়।
এখানে তাকে দীর্ঘ ১১ দিন বন্দী রেখে জসিম ও তার সহযোগীরা তাকে গণধর্ষন করে। এমনকি ভাড়াদিয়ে খদ্দের দিয়ে ওই তরুণীকে পাশ্ববিক নির্যাতন করায়। পাশপাশি ওই তরুণীর আইডি কার্ড, জন্ম সনদ, পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেয়। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ও এসি নুরুল আবসার দু’জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি