সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদার উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন পুননির্ধারণ করা হয়েছে। আগামী ১২ এপ্রিল এই শুনানি হবে। বুধবার ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলাম’র আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার ১১ আসামির মধ্যে খালেদা জিয়াসহ সাতজন আদালতে অনুপস্থিত থেকে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। এই আবেদন মঞ্জুর করে আদালত শুনানির নতুন দিন ধার্য করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিনও খালেদা জিয়ার আবেদনের কারণে শুনানি পিছিয়ে যায়। আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন, মোশাররফ হোসেন কাজল। এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন। পরে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি