সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
বিনোদন ডেস্ক :
ক্ষতবিক্ষত চেহারা, নাক-ঠোঁট থেকে ঝরছে রক্ত। চোখে-মুখে আতঙ্কের ছাপ। প্রিয়াঙ্কা চোপড়ার এমন ছবি দেখে শরীর শিউরে উঠলো ভক্তদের। অভিনেত্রীকে নিয়ে রীতিমতো চিন্তায় তারা।
কী হলো প্রিয়াঙ্কার? তিনি সুস্থ আছেন তো? চোট লেগেছে নায়িকার? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। আপতত নিজের ডেবিউ ওয়েব সিরিজ সিটাডেল-এর শ্যুটিং সারছেন প্রিয়াঙ্কা। আর সেই সিরিজের শ্যুটিং সেট থেকেই এমন ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা প্রশ্ন রাখেন, ‘তোমাদেরও কর্মক্ষেত্রে খুব কঠিন সময় যাচ্ছে কি?’
ছবিতে কালবো টপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। থেঁতলানো মুখে এমন সেলফি কেন পোস্ট করলেন পিগি চপস? চিন্তিত ফ্যানেরা প্রশ্ন করেছেন, ‘তুমি ঠিক আছো তো?’ কেউ লিখেছেন, ‘এটা মেকআপ নাকি সত্যি চোট পেয়েছো?’
রুশো ব্রাদার্সের নেতৃত্বে তৈরি হচ্ছে সায়েন্স ফিকশন সিরিজ, সিটাডেল। আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হবে এই সিরিজ। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিরিজে রয়েছেন হলিউড তারকা রিচার্ড ম্যাডেন। জানুয়ারিতে মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের জন্মের পর ফের একবার কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। গত ডিসেম্বরে সিরিজের লন্ডন শেডিউল শেষ করেছিলেন প্রিয়াঙ্কা।
এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। হলিউডে ‘এন্ডিং থিংস’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-এর মতো প্রোজেক্ট রয়েছে তার হাতে, পাশাপাশি বলিউডে পরিচালক ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি