সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করেছে। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে নারী নীতি গঠন করা হয়েছে। সেই নীতি ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে পরিবর্তন করে দেয়। আমরা ফের ক্ষমতায় এসে ২০০৯ সালে নারী নীতি আমরা গঠন করি। আমরা কোরআন সুন্নার বিরুদ্বে কিছু করবো না। তবে নারীর অধিকার নিশ্চিত করতে হবে।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্ক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যে রাঁধে সে চুলও বাঁধে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি এসব শিখেছি আমার ছেলের কাছ থেকে। সে তার স্ত্রী দু’জনই কাজ করেন। কিন্তু বাসায়ও দু’জন কাজ ভাগ করে নেন। কাজেই কাজ পারি না, বললে হবে না, শিখে নিতে হবে। স্ত্রীকে সহায়তা করতে হবে। আমি বুঝি না। আমি রান্না করি শুনে সবাই অবাক হয় কেন? আমার রান্না করলে ছেলে-মেয়েরা পছন্দ করে। তাই আমি রান্না করি। প্রত্যেক মা-ই তাই করে।
তিনি বলেন, আমাদের সমাজ পুরুষ শাসিত। তাই পুরুষরা দ্রুত টায়ার্ড হয়ে পড়েন। কাজেই আর টায়ার্ড হবেন না বলে আশা করি। নারীদের কাজে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক হচ্ছেন নারী। সমাজের অর্ধেক অংশকে রেখে উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য নারী অপরিহার্য। তিনি বলেন, ইসলামে যিনি প্রথম মুসলমান হয়েছেন তিনি নারী, বেগম খাদিজা। আর ইসলামের জন্য প্রথম শহীদ হচ্ছেন সুমাইয়া, তিনিও নারী। যুদ্ধের সময় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সঙ্গে থাকতেন তার স্ত্রী আয়েশা। এভাবে নারীদের ভূমিকা সব সময় ছিল। ইসলামে নারীর মর্যাদা সমুন্নত রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আজ সব ক্ষেত্রে নারীরা তাদের অর্জন নিশ্চিত করছে। তিনি বলেন, নারীদের এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।
আপনার জানেন-প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী। সংসদ সদস্য হিসেবেও নারীরা আছেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি