সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬
স্টাইল : বগলের নিচের কালো দাগ নিয়ে চিন্তার শেষ নেই। অনেক কারণে হতে পারে এই দাগ। সাধারণত রেজর, হেয়ার রিমুভার ক্রিম আর স্প্রে ব্যবহার করার ফলে এতে কালো দাগের সৃষ্টি হয়। এছাড়া হরমোনের সমস্যা, অতিরিক্ত ঘামের কারণেও বগলের নিচে কালো দাগ পড়তে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে নানা ক্রিম, লোশন ব্যবহার করে থাকেন। এতে কালো দাগ দূর হলেও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যার সামাধান ঘরোয়া ভাবেও করা সম্ভব। আসুন জেনে নিই ঘরোয়া ভাবে বগলের নিচের কালো দাগ দূর করার দারুণ একটি উপায়। যা যা লাগবে:-
৩/৪ টেবিল চামচ বেসন
১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ টক দই
১/২ ১ টেবিল চামচ নারকেল তেল
১/২ বা ১ টি লেবুর রস
যেভাবে তৈরি করবেন:- একটি পাত্রে টক দই, বেসন, নারকেল তেল, হলুদ গুঁড়ো, ও লেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি বগলের কালো দাগের ওপর লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে আপনার বগলের নিচের কালো দাগ একদম দূর হয়ে যাবে। যেভাবে কাজ করে হলুদ গুঁড়ো ত্বকের কালো দাগ, ব্যাক হেডস, দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। লেবুর রসে রয়েছে ব্লিচিং উপাদান যা ত্বকের কালো দাগ দূর করে। বেসন ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। নারকেল তেল ত্বককে ময়েসচারাইজ করে নরম ও কোমল করে তোলে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি