সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে, আজ দেশে যারা জাতীয় ক্রিড়াঙ্গনে নেতৃত্ব দিচ্ছে সে সব খেলোয়ার ও মফস্বল থেকে আজ জাতীয় অঙ্গনে এসেছে, বটেশ্বর আলোরপথ ছাত্রকল্যান ফোরাম দীর্ঘ দিন থেকে এলাকার অসহায় গরিব ছাত্রছাত্রীদের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। শিক্ষার পাশাপাশি তারা ছাত্রদের পাশাপাশি এলাকার যুব সমাজের বিনোদনের জন্য বিভিন্ন ক্রিড়া ইভেন্টেরও আয়োজন করে ক্রিড়াপ্রেমি মানুষকে বিনোদন দিচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে এলাকার বৃত্তশালী ও সমাজসেবীদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। গতকাল ১ লা জানুয়ারী ২০১৬ বটেশ্বর চুয়াবহর আলোরপথ ছাত্রকল্যান ফোরাম’র ১ম দ্বৈত্য ব্যাটমেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্টানে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্টানে আগত অথিতিরা। সংগঠনের সভাপতি ইমরান হোসেন ইমরান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি চৌধুরীর যৌথ পরিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন,সাংবাদিক মো: হানিফ, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাংবাদিক আব্দুল হালিম সাগর, জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, জাফলংয়ের তরুন ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন আহমদ, সমাজ সেবক শাসসুল ইসলাম মারজান, গ্রীনপার্ক পিকনিক সেন্টারের মালিক শিমুল। অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি মুজাহিদ আলী, অতির আলী, গৌচ মিয়া, কমর উদ্দিন, রেজান আলী, ফয়জুল হক। এ সময় সংগঠন ও এলাকার যুব সমাজের মধ্যে উপস্তিত ছিলেন, রুহুল কুদ্দুস, সাইফুল ইসলাম, জুয়েল আহমদ, কাউসার আহমদ, জালাল উদ্দিন, মোহাম্মদ আলী, শাহিন আহমদ, জসিম উদ্দিন, রাসেল আহমদ, ইমন আহমদ মুন্না, হাসান আহমদ মাসুম আহমদ, শামিম আহমদ, ফাহিম, চৌধুরী মুকছিত, আরিফ চৌধুরী, রিয়াদ আহমদ, সাজু মিয়া, ইয়াসিন আরাফাত, প্রল্লাদ দে, ফটো সাংবাদিক ফয়সল আহমদ, শামিম আহমদ রবিন,মুনতাসির রাজ্জাক সাহান,এমরান আহমদ ইমু, মিনহাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান,মাসুম আহমদ, জাহাঙ্গির আলম প্রমুখ। উল্লেখ্য এ টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশ গ্রহণ করে গতকাল ফাইনাল খেলায় চৌকুশ ব্যাটমেন্টন একাডেমি বনাম এজে স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করে এবং চৌকশ ব্যাটমেন্টন একাডেমি ২/৩ সেটে এজে স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে বিজয় লাভ করে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি