সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫
সুরমা মেইলঃ এ বারের প্রথম দল হিসাবে ইউরো ’১৬-তে কোয়ালিফাই করল ইংল্যান্ড। শনিবার সেরাভেলে সান মারিনো-কে ৬-০ ফলাফলে হারিয়ে ইউরো কাপ খেলার যোগ্যতা অর্জন করল রয় হজসনের ছেলেরা। শিধিু তাই নয়, ওই দিনের ম্যাচে গোল করার সুবাদে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ববি চার্লটনের ৪৫ বছরের রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন রুনি। ১০৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৪৯। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই সুযোগকে হাতছাড়া করেননি রুনি। পেনাল্টি থেকে সোজা প্রতিপক্ষের জালে বল জড়ান। ওই দিনই রুনি হয়তো স্যর ববি চার্লটনকে টপকে যেতেন, কিন্তু ম্যাচের ৫৮ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন হজসন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রুনি বলেন, “আগামী মঙ্গলবার দলকে সুইত্জারল্যান্ডের বিরুদ্ধেও জয় এনে দেওয়া এবং গোলের রেকর্ড ভাঙাই এখন আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “ওয়েম্বলেতে এই রেকর্ড ভাঙাটা আরও বেশি আনন্দদায়ক হবে।” আগামী মঙ্গলবার সেখানেই সুইসদের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবেন রুনিরা।
গ্রুপ ‘ই’ থেকে মোট ৭টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সুইসদের বিরুদ্ধে জিতলে শীর্ষে থেকে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করবে তারা। অন্য দিকে, সুইসদের এ বারের পারফরম্যান্সও অসাধারণ। বাসেলে স্লোভেনিয়াকে তারা ৩-২ ফলাফলে হারিয়েছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি