সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
বাঁচানো গেলো না নওগাঁয় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় ডান পা হারানো মোটরসাইকেল আরোহী কিশোর নিলয়কেও (১৫)।
শুক্রবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে শুক্রবার বিকেলে শহরের ফতেপুর এলাকায় বাইপাস সড়কে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারায় নিলয়। এ সময় আহত হয় আরও দুই কিশোর।
নিহত নিলয় নওগাঁ শহরের মাস্টারপাড়ার আফতাব মোল্লার ছেলে।
আহতরা হলো- মাস্টারপাড়ার রানা হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬) ও সদরের বরেন্দ্র অফিস এলাকার জেমসের ছেলে সাদমান (১৬)। এরা সবাই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিলয়সহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নিলয় মোটরসাইকেলটি চালাচ্ছিল এবং অপর দুই বন্ধু রাকিব হোসেন ও সাদমান পেছনে বসা ছিল। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। ফলে নিলয়ের ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। এ সময় নিলয়ের সাথে থাকা রাকিব হোসেন ও সাদমান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। তবে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে রাকিব হোসেন ও সাদমান নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, নিলয়ের ডান পা হাঁটুর নিচু থেকে আলাদা হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহীতে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নওগাঁ সদর থানার এসআই (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী ওই তিন কিশোর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ভটভটিও দ্রুত গতিতে আসছিল। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সম্প্রতি রাজধানী ঢাকায় সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর শিকার হয়ে হাত হারানোর কয়েক দিন পর মারা যান কলেজছাত্র রাজীব। এরপর বাসচাপায় পা হারিয়ে চিরবিদায় নেন রোজিনা।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি