সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
সুরমা মেইল ডেস্ক : আবৃত্তিশিল্পীদের যূথবদ্ধ মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’। আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়কে আহ্বায়ক ও রূপা চক্রবর্তীকে সদস্য সচিব করে ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। একইসঙ্গে দেশের বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ গঠিত হয়েছে।
সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী শামীমা চৌধুরী আহ্বায়ক কমিটির সদস্য ও আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। উপদেষ্টা হিসেবে রয়েছেন সাংসদ সুবর্ণা মুস্তাফা, আবেদ খান, কাজী মদিনা, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সানজিদা আখতার, ম. হামিদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি রাম চন্দ্র দাস, আব্দুল হালিম দোভাষ, কবি আসাদ চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, কবি মিনার মনসুর, কবি শ্যামসুন্দর সিকদার, কবি মারুফুল ইসলাম।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন, ড. শাহাদাৎ হোসেন নিপু, হাসানুজ্জামান কল্লোল, দেওয়ান সাঈদুল হাসান, জসিম উদ্দিন বকুল। যুগ্ম সদস্য সচিব হিসেবে মাসকুর-এ-সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, ফারুক তাহের, সুকান্ত গুপ্ত, মো. মুজাহিদুল ইসলাম রয়েছেন।
সদস্যদের মধ্যে শামীমা চৌধুরী, অঞ্চল চৌধুরী, জয়ন্ত রায়, তাপস মজুমদার, কাজল ইসলাম, বদরুল হুদা জেনু, রেহানা পারভীন, রতন কুমার দাস, দেবাশিষ বাগচি, আমজাদ দোলন, মিলি চৌধুরী, জহিরুল ইসলাম খান, ড. সোলায়মান কবির সোহেল, শামীমা নাজনীন, কুমার লাভলু, সাফিয়া খন্দকার রেখা, শাহতাজ মুনমুন, নাঈমা রুম্মান, ফয়জুল্লাহ সাঈদ, শুক্লা দাশগুপ্তা, বশিরুল আমিন, প্রণব চৌধুরী, মামুন প্রামাণিক, প্রদ্যোত রায়, সাইফুল ইলসাম, অম্লান অভি, অনিকেত রাজেশ, ইমরান সাগর, বশিরুল আমিন, মাহতাব সোহেল, সারওয়ার নাঈম, মুনা চৌধুরী, লিজা চৌধুরী, লুলুয়া ইসহাক মুন্নী, সৈয়দ এরশাদুল হক মিলন, এনাম আজিজুল ইসলাম
মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন, জেবুন নাহার শারমিন, শারমিন মুস্তারী নাজু, অনির্বাণ চৌধুরী, আসাদুজ্জান রুবেল, মাসুদ রানা, হাসান মাহাদী লাল্টু।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি