সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
বিনোদন ডেস্ক : হলিউড বা ইউরোপীয় চলচ্চিত্রের তুলনায় বাংলা চলচ্চিত্রে নগ্নতা এখনো কিছুটা দুর্লভ। কিন্তু তাই বলে কোনো বাঙালি অভিনেত্রী ক্যামেরার সামনে নগ্ন হননি যে তা নয়। এমন অনেক বাঙালি অভিনেত্রী আছেন যারা, সামাজিক সমালোচনা ও সেন্সর বোর্ডের রক্তচক্ষুর ভয়কে উপেক্ষা করে নগ্ন দৃশ্যে অভিনয় করার সাহস দেখিয়েছেন। এমনকি ক্যামরার সামনে একাধিক বার নগ্ন হয়ে অভিনয় করেছেন। সে সাহসী অভিনেত্রীদের অভিনয় নিয়ে এ প্রতিবেদন।
১। শ্রীলেখা মুখোপাধ্যায় ছবি ‘পরশুরামের কুঠার’-১৯৮৯:
নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবি ছিল এক স্তনদাত্রীর কাহিনি। সেই স্তনদাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায়। চলচ্চিত্রে প্রতীকী আদলে নির্মিত একটি দৃশ্যে ক্লোজ শটে ধরা পড়েছিল শ্রীলেখার একটি স্তন। এ চলচ্চিত্রে বারবার দেখানো হয়েছিল দৃ্শ্যটি। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রীলেখা। নিচের ভিডিওতে শ্রীলেখা :
২। প্রিয়ঙ্কা বোস ছবি ‘গাঙ্গোর’-২০১০:
বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তার শিশুকে যখন স্তনপান করাচ্ছেন তখন তার ছবি তোলে এক চিত্র সাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় এ চলচ্চিত্রের কাহিনি। সেই স্তনপানের দৃশ্যে সাওতালি মায়ের ভূমিকায় অভিনয় করেন প্রিয়ঙ্কা বোস। এই দৃশ্যের প্রয়োজনে ক্যামেরার সামনে স্তন উন্মোচন করেছিলেন তিনি।
নিচের ভিডিওতে দেখুন প্রিয়ঙ্কা বোসের অভিনীত সেই দৃশ্য :
৩। শুভ্রা বসু ছবি ‘পরম্পরা’- ২০০৩:
আর্ট কলেজে ন্যুড মডেল হিসেবে একসময়ে কাজ করেছিলেন অমলিনা। বয়সকালে অর্থাভাবে নিজের পুত্রবধূ বুলিকে একই পেশার দিকে ঠেলে দেন তিনি। এই ঘটনা নিয়েই গড়ে উঠেছে প্রণবকুমার দাশ পরিচালিত এই ছবি। বুলির চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রা বসু। ছবির প্রয়োজনে একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন শুভ্রা।
নিচের ভিডিওতে শুভ্রা বসু
৪। ঋ ছবি ‘গাণ্ডু’-২০১০ ও ‘কসমিক সেক্স’-২০১৪:
ঋ ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্র জগতে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। গান্ডু ও কসমিক সেক্স দুটি ছবিতেই নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। গান্ডুতে ক্যামেরায় ধরা পড়েছিল তার শরীরের গোপন অঙ্গও।
ঋ অভিনীত সেই ছবি নিচের ভিডিওতে দেখুন:
৫। পাওলি দাম ছবি ‘ছত্রাক’-২০১১:
বিমু্ক্তি জয়সুন্দর পরিচালিত এই চলচ্চিত্রে অনুব্রতর সঙ্গে পাওলির নগ্ন শয্যাদৃশ্যের কথা ইন্টারনেটের বদৌলতে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। দৃশ্যটিতে পাওলির শরীরের সম্মুখ অংশ উন্মোচিত হয়েছিল।
পাওলি দাম অভিনীত সেই ছবি নিচের ভিডিওতে দেখুন:
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি