সিলেট ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
গ্যাস সিলিন্ডারকে এক অর্থে ‘বোমা’ বললে তেমন একটা ভুল হবে না। গ্যাসের সিলিন্ডার সাধারণ বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হয়, আবার গাড়িতেও থাকে। বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা অধিক হারে বেড়ে গিয়েছে। এটা খুবই ভয়ঙ্কর। যার বাস্তব উদাহরণ- চকবাজার ট্রাজেডি। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
চলুন দেখে নেয়া যাক, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা যা করা উচিত….
১. রান্না করার পর চুলা এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ করে রাখুন।
২. চুলার পাশে কোনোভাবেই সিলিন্ডার রাখবেন না। ফলে যেকোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
৩. ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পেলে যত দ্রুত সম্ভব দরজা-জানালা খুলে দিতে হবে এবং সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন।
৪. অবশ্যই চুলা থেকে দূরে, আর বাতাস চলাচল করে এমন জায়গায় এলপিজি সিলিন্ডার রাখতে হবে।
৫. রান্না শুরুর অন্তত আধা ঘণ্টা আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে রাখুন।
৬. রান্না ঘরে গ্যাসের গন্ধ পেলে কোনোভাবেই দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর চেষ্টা করবেন না, মোবাইল ফোন এবং ইলেকট্রিক সুইচ অন বা অফ করবেন না।
৭. রান্না ঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।
৮. গ্যাসের চুলা এলপিজি সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। অন্তত পক্ষে ৬ ইঞ্চি উপরে রাখবেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি