সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : শনিবার সকালে রাজধানীর বনানীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান পরিদর্শনে যান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের বিপরীতে অবস্থান নেন মন্ত্রী। এ সময় যাত্রীবাহী একটি বাস থামালেন তিনি। চালক মন্ত্রীকে প্যাসেঞ্জারই ভাবছিলেন! কিন্তু গাড়িতে উঠেই চালকের কাছে গাড়ির কাগজপত্র চাইলেন মন্ত্রী। এবার হতবাক হয়ে যান চালক।কাগজপত্র মহিলা সিটের নিচে থাকায় বের করতে দেরি হলো। এরই মধ্যে জরিমানা করা হলো। বেশি যাত্রী বহন করার দায়ে এ জরিমানা করা হয়।
পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা বর্তমানে সহনীয় পর্যায়ে চলে এসেছে। দুর্ঘটনা রোধে এরই মধ্যে ব্ল্যাক স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। রাজধানীর সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে।
রাজধানীতে মিটারবিহীন সিএনজি অটোরিকশা ও অবৈধ যানবাহন চলাচল রোধে বিআরটিএর অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বনানীতে অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় লাইসেন্স না থাকায় ২৫টি যানবাহনকে মামলা ও জরিমানা করে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই মুক্ত বলা যেতে পারে। দুই-তিন মাস ধরে সেখানে কোনো দুর্ঘটনা হয় না। যেটাকে এক সময় মরণফাঁদ হিসেবে বলা হতো।
তিনি বলেন, ফুটপাতগুলো পুনঃসংস্কার করা দরকার। সে কাজগুলোতে হাত দেয়া দরকার। সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি, সমন্বিত পদক্ষেপ গ্রহণ করলে যানজট এবং দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি