সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী ইউপি নির্বাচন নৌকা আর ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে উল্লেখ করে বলেন, ধানে চিটা ধরে গেছে, বিএনপি একটা রাজনৈতিক দল হতে পারে না।
গত ৫ই জানুয়ারির নির্বাচনে না এসে যে তারা ভুল করেছে এখন জনবিচ্ছিন্ন হয়ে তারা বুঝতে পেরে আবলতাবল বকছে। বিএনপি আন্দোলনও জানে না, রাজনীতিও জানে না। আওয়ামী লীগ রাজনীতিতেও মাস্টার, আন্দোলনেও মাস্টার।
তিনি বলেন, নীতি-আদর্শকে বিশ্বাস করে আমরা রাজনীতি করি। এ রাজনীতি আজ রাস্তাঘাটের উন্নয়ন করেছে, দিরাইয়ে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল হয়েছে, জগদলে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, কালনী ব্রিজ নির্মাণ করেছে, শিক্ষা-সংস্কৃতিতে দিরাই আজ আলোকিত।গতকাল উপজেলা যুবলীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, বিএনপি-যুবদল অন্ধকারের মধ্যে জন্ম, ওরা পরাজিত শক্তিকে সামনে নিয়ে আসতে চায়, ওরা গাদ্দার, ওরা দেশের স্বাধীনতাবিরোধী পাকিস্তানকে সম্মান দেখায়, যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, পরাজিত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা সৃষ্টি করেছেন। আগামী যুবলীগের সম্মেলনে শুধু নতুন নেতৃত্ব নয়, নতুন রাজনীতি সৃষ্টি করবেন বলে আমার বিশ্বাস।
এর আগে সকাল ১১টায় দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত। উপজেলা গণমিলনায়তন হলে যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া ও যুবলীগ নেতা মকসুদ আলমের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সিরাজদৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র মোশারফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুকূল চন্দ্র তালুকদার ডাল্টন, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ লাভলু, ছাত্রলীগের দিরাই কলেজের সাবেক ভিপি কাউন্সিলর বিশ্বজিৎ রায়, পৌর যুবলীগের সভাপতি এনামুল হক, জিল্লুল মিয়া, কামরুল, রায়হান মিয়াসহ পৌর ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতারা।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি