সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৭
এক্সক্লুসিভ ডেস্ক :: সুন্দর নারীর প্রেমে সবাই পড়তে মন চাই। সুন্দর রমণীর সাথে ঘর বাঁধতে মন চায়। কিন্তু জানেন বিশ্বের সব চায়তে সুন্দরী রমণীদের দেশের তালিকা। সেই নারীদেরই একদম নিজস্ব একটা দেশ রয়েছে, এটা জানতেন? এই সুন্দরীরা থাকে কোন দেশে। জেনে নিন সেই দেশের নাম।
১। বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদের তালিকায় উঠে এসেছে ব্রাজিলের নাম। ব্রাজিলের ল্যাটিন অঞ্চলে নাকি সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল আছেন৷ স্বর্ণকেশী, শ্যামবর্ণ এই নারীরা আপনার মাথা ঘুরিয়ে দেবে৷
২। ব্রাজিলের পরই আসে রাশিয়ার নাম। রূপের জন্য রুশ রমণীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসা পেয়ছেন, তাদের লোভনীয় চোখ, খর্সা ত্বক, উচ্চতা, সুন্দর ফিগার পুরুষদের ভীষণই আকৃষ্ট করে।
৩। মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীর উঠে আসে ভেনেজুয়েলা থেকে। এখানকার মেয়েরা সাধারণ হলেও এদের লম্বা, স্লিম শরীর মন ছুঁয়ে যায়।
৪। বিদেশকে পাল্লা দিতে ভেনেজুয়েলার পরের স্থানে রয়েছে ভারত ও বাংলাদেশে। বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতিক দেশ ভারত ও বাংলাদেশ, যেখানে আছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারী। রুচিশীল এবং নম্র ব্যাবহারে তারা পুরুষদের ভীষণ পছন্দের।
৫। ভারত ও বাংলাদেশের পরই রয়েছে ইটালিয়ান নারীদের নাম। বাদামী চুল এবং আবেদনময়ী দেহ গঠন পুরুষের দৃষ্টি আকর্ষণে যথেষ্ট।
৬। ইটালির পর রয়েছে সার্বিয়া। এখানকার ৯৯ শতাংশ মেয়েদের আছে লম্বা চুল এবং সুন্দর ফিগার এবং আকৃষ্ট করার মতও আবেদনময়ি চোখ।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি