সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২২
দণ্ডিত লিমন।
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর নজরুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুল মুবিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ জুন) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২৮ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার লাওতা ইউনিয়নের নন্দিফল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামকে মোবাইল করে কে বা কারা ডেকে নিয়ে যায়। রাত ৭টা ৪০ মিনিটের দিকে নজরুলের স্ত্রীসহ পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারেন টিকরপাড়া গ্রামের রাস্তার পাশে নজরুলের গলা কাটা লাশ পড়ে রয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নজরুলের স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আব্দুল মুবিন লিমনকে গ্রেপ্তার করে। আসামি লিমন এই হত্যাকান্ডে সংশ্লিষ্টতা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ আলামত উদ্ধার করে। পরে আসামি ১৬৪ ধারায় স্বীকারউক্তি প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি, দ্রুত এই রায় কার্যকর হবে বলে করি। আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এড. সুরুজ আলী।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি