সিলেট ২০শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৫
পশ্চিম তীরের এক বাসিন্দার গত বৃহস্পতিবার ধারণ করা একটি ভিডিও থেকে এই হুঁশিয়ারির কথা জানা যায়। এক মিনিটের ওই ভিডিওটি ধারণ করা হয় পশ্চিম তীরের এইদা শরণার্থী শিবির থেকে।
খবর আলজাজিরার।
ভিডিওতে দেখা যায়, সামরিক জিপ থেকে ইসরায়েলি সীমান্ত পুলিশের এক কর্মকর্তা লাউডস্পিকারের মাধ্যমে ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছেন, “এইদা শরণার্থী শিবিরের লোকদের বলছি, আমরা অধিকৃত সেনা। তোমরা পাথর ছুড়ছ। আমরা তোমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত গ্যাস ছুড়ব। শিশু, তরুণ, বৃদ্ধ— সবাই মারা যাবে।”
একজন ফিলিস্তিনিকে তার বাসা থেকে গ্রেফতারের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা আরো বলেন, “সে এখন আমাদের কাছে। যদি তোমরা পাথর ছুড়তে থাকো তাহলে আমরা তাকে হত্যা করব এবং তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখবে।”
ফিলিস্তিনিদের উদ্দেশে ওই কর্মকর্তা বলেন, “বাড়িতে যাও অথবা আমরা তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত গ্যাস ছুড়ব। তোমাদের পরিবার, তোমাদের সন্তান, প্রত্যেককেই আমরা হত্যা করব।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপর ইসরায়েলি বাহিনীর সমালোচনা করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। ওই ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাটিকে বরখাস্ত করা হয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকায় বলা হয়েছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি