সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২
মো: জমির হোসেন ও মো: আকতার হোসেন মিলন।
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জমির হোসেন ও কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আকতার হোসেন মিলন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন পেয়েছেন ৬ হাজার ২শত ৬০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ খাজা পেয়েছেন ২ হাজার ২শত ৭৮ ভোট।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার ও চন্দ্রঘোনাইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার তানিয়া আক্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বুধবার ভোট গণনা পরবর্তী ঘোষিত বেসরকারি ফলাফলের তথ্য মতে এবারের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বমোট ৯ টি কেন্দ্রে ১০ হাজার ১৭০ ভোটারের মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্তার হোসেন নৌকা প্রতীকে ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদন্ধী বিপ্লব মারমা পেয়েছে ২হাজার ৬৬ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৫ হাজার ৪৮১ এবং বাতিল করা হয়েছে ১১ ভোট।
এর আগে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই’র ১ নং চন্দ্রঘোনা ইউপির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।বাঘাইছড়ি পৌরসভা ও চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিকভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে নারী-পুরুষ উভয়ে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। তবে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে হওয়ায় ভোট গ্রহন কিছুটা ধীর গীতিতে চলে।
উল্লেখ্য, ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়। তবে প্রথম দিকে এই পৌরসভায় নির্বাচন না দিয়ে পৌর প্রশাসক দিয়ে পৌর সভা পরিচালনা করা হয়। ২০১২ সালে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারসহ পৌরসভাটির এটি তৃতীয়বারের আনুষ্ঠানিক পৌর নির্বাচন অনুষ্ঠিত হলো।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি