সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
সুরমামেইল ডটকম :: নির্বাচনকে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিলেটের তিন পৌরসভায় থাকবে কঠোর নিরাপত্তা। সে অনুযায়ী, কর্মপরিকল্পনা হাতে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঐ তিন পৌরসভা হচ্ছে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট। এ তিন পৌরসভা থেকে ২১ জন প্রার্থী মেয়র পদে লড়ছেন। তন্মধ্যে গোলাপগঞ্জে ৭ জন, জকিগঞ্জে ৬ জন এবং কানাইঘাটে ৮ জন প্রার্থী রয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে প্রতিটি পৌরসভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে।
সূত্র জানায়, সিলেটের তিন পৌরসভায় ৬ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, ৯ শতাধিক পুলিশ ও ৩ শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকবে। একইসাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন পৌরসভায় দায়িত্ব পালন করবেন।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, পৌরসভা প্রতি পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে দুই প্লাটুন করে বিজিবি। সার্বক্ষণিক বিজিবি’র পাশাপাশি আরও একটি প্লাটুন প্রস্তুত রাখা হবে। এ তিন পৌরসভায় এক প্লাটুন করে র্যাব মোতায়েন করা হবে। প্রতি কেন্দ্রে থাকবে পুলিশেরে একটি মোবাইল টিম।থাকবেন আনসার বাহিনীর সদস্যরাও।
জয়নাল আবেদীন আরো বলেন, সিলেটের ৩ পৌরসভার প্রতিটিতে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পৌরসভায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসক অবস্থান করবেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি