সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১, ২০১৮
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা গত ২৯ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের মালবারী স্কুলের সেমিনার হলে অনুষ্টিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি অংশনেন।
সাধারণ সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করা হয় এবং বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। সভায় ট্রাস্টের উন্নয়নে সকল ট্রাস্টিদের সার্বিক সহযোগিতা কামনা হয়।
সংগঠনের সভাপতি মতছির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান ও এম আলী মজনু।
সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আজম খান, সহ সভাপতি শেখ তাহির উল্লাহ, সাজ্জাদুর রহমান, সহ ট্রেজারার আব্দুল ওয়াদুদ শাহেল, প্রচার সম্পাদক মো: মানিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন, ইসি মেম্বার ব্যারিস্টার আব্দুস শহিদ, বাবরুল হোসেন বাবুল, শাহ জয়নাল আবেদিন, আব্দুল মুকিত, ফারুক মিয়া, মো: কবির মিয়া।
ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল হামিদ সিকদার, শাহ আজিজুর রহমান, আব্দুর রউফ, আলহাজ্ব মানিক মিয়া, এ কে এম সেলিম, মির্জা আসহাব বেগ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ট্রাস্টি মুহিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, মাহফিজ খান, ইউসুফ ইসলাম, লোকমান হোসেন, আব্দুল হাই, নজরুল ইসলাম, সিনিয়র ট্রাস্টীদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী রইছ আলী, আব্দুল মজিদ, আলহাজ্ব হাসন আলী, মবশ্বির আলী, আলহাজ্ব মো: খলিল উদ্দিন, মো: বশির উদ্দিন, ডক্টর মুজিবুর রহমান, আসাদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি গৌছ খান, ট্রাস্টি মছলন্দর আলী, শেখ মোদাব্বির হোসেন মধু, সামছুদ্দিন শামস, মো: মহাব্বত শেখ, বিআর চৌধুরী, মো: আব্দুল খালিক, মখলিছ আলী ইসরাখ, আতিকুর রহমান বুলবুল, মনির উদ্দিন বশির, আফাজ মিয়া, মনির আলী সুফি, আজাদ সুবহানী, আব্দুল ওয়াহিদ, আব্দুন নূর, আব্দুস সালাম, আব্দুল হান্নান, মিজানুর রহমান, কবির মিয়া, মো: আফছর মিয়া ছোট মিয়া, প্রফেসর নূরুল ইসলাম, আব্দুল গফুর, কুতুব আলী, আব্দুল কুদ্দুস, লাকি মিয়া, আনোয়ার হোসেন, মনির আহমদ, তৈয়বুর রহমান, আব্দুর রব, মোবারক আলী, ওয়াহিদ আলী, সনাম মিয়া আতিক, শাহ নুরুল আলম নাহিন, মনির আলী, আব্দুল হক হাবিব, আব্দুস সুবহান ফারুক, মো: আব্দুস ছুবহান, এমদাদুর রহমান, নিজাম উদ্দিন, মোহাম্মদ মনোহর আলী, মো: আলী সালেক, আশিক মিয়া, শরিফুল ইসলাম, আব্দুল রোশন চেরাগ আলী, এম এ গনি, মাহবুব আলী, মো: আতিকুর রহমান, মো: মুজিবুর রহমান, একে এম ইয়াহিয়া, মো: গয়াস মিয়া, কামাল উদ্দিন আহমদ, নেছার আহমদ, কাউন্সিলার ফলিক মিয়া চৌধুরী, মো: আব্দুল মন্নান, মির্জা আছকির বেগ, আবুল কালাম আজাদ, ছুবহান আলী বারী, মো: তাহির আলী, মো: সাদেক আলী, শেখ মবশ্বির আলী, খলিল মিয়া, কুতুব উদ্দিন খান, আব্দুস ছুবহান, মো: ফারুক মিয়া, খালিসুর রহমান, হামদু মিয়া, আলহাজ্ব শাহ ফিরোজ আলী, মো: সামছুল হোসেন, মো: দৌলত হোসেন, মো: আলী, ইসহাক আলী, আব্দুর রহিম রঞ্জু, আখলুছ মিয়া, মো: আবুল কালাম, আব্দুল বাছিত রফি, জাকির হোসেন কয়েছ, খালেদ খান, হাবিবুর রহমান, আফজাল হোসেন, সেবুল মিয়া, আব্দুল হামিদ খান সুমেদ, এমদাদুল এইচ শিকদার, শামীম আহমদ, আশফাকুর রহমান, ফরিদ আহমদ, মাওলানা মো: হিফজুর রহমান, সৈয়দ শাহীন হোসেন, কয়েছ মিয়া প্রমুখ।
উল্লেখ্য বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টে ইতিমধ্যে ২৮৪ জন ট্রাস্টি ১হাজার পাউন্ড প্রদান করে ট্রাস্টিসীপ গ্রহন করেছেন। এছাড়া নতুন আরো ১০ ট্রাস্টি হওয়ার জন্য আবেদন করেন।
সভায় নতুন ট্রাস্টি ছান মিয়া সানী, সৈয়দ শাহীন হোসেন, আব্দুল হক ও কয়েছ মিয়া ১হাজার পাউন্ড করে ফি দিয়ে নতুন ট্রাস্টিসীপ গ্রহন করায় সকলের পক্ষে থেকে অভিনন্দন জানানো হয়।
এদিকে রমজানের পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে নেটওয়ার্কিং সভার মাধ্যমে ট্রাস্টের জন্য নতুন ট্রাস্টি সংগ্রহসহ ট্রাস্টের উন্নয়নে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া ট্রাস্টের নতুন সংবিধানের ড্রাফট কপি সংগঠনের ওয়েব সাইডে রাখা হয়েছ। যা আগামী দ্বি-বার্ষিক সভায় এব্যাপারে সর্বসম্মত মতামতের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি