সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : সময়টা বেশ ভালোই কাটছে লেস্টার সিটির। সম্প্রতি জয়টা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। শনিবার রাতেও তারই প্রতিফলন ঘটল লন্ডনের সেলহার্ট পাকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তারা জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। এই জয়ে চলতি মৌসুমের লিগ শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লেস্টার। ৩১ ম্যাচ লেখে ৬৬ পয়েন্ট পুঁজি করেছে লেস্টার। অবস্থান যথারীতি শীর্ষেই। দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম হটস্পার্সের সঙ্গে তাদের পার্থক্যটা ৮ পয়েন্টের। যদিও লেস্টারের চেয়ে এক ম্যাচ কম খেলেছে টটেনহাম (৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট)। লিগ টেবিলের তৃতীয় স্থানটি দখলে রয়েছে আর্সেনালের। ৩০ ম্যাচ খেলা গানারদের সঞ্চয় ৫৫ পয়েন্ট। ২৯ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন জ্বলে উঠতে পারেননি চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা লেস্টারের তারকা জেমস ভার্ডি। প্রতিপক্ষ ক্রিস্টালের ডিফেন্ডাররা তাকে রেখেছেন বোতলবন্দী করে। এই সুযোগে গোল আদায় করে নেন রিয়াদ মাহাফেজ। ম্যাচের ৩৪তম মিনিটে ক্রিস্টালের জাল কাঁপান লেস্টারের আলজেরিয়ান এই ২৫ বছর বয়সী স্ট্রাইকার। গোলটিতে অবদান রাখেন ভার্ডি। শেষ পর্যন্ত এই গোলটিই লেস্টারকে এনে দেয় কষ্টার্জিত জয়! যে জয়ে তারা কয়েক ধাপ এগিয়ে গেল শিরোপা লড়াইয়ের দৌড়ে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি