সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
লাইফস্টাইল ডেস্ক : শীত ত্বকের অন্যান্য সমস্যার পাশাপাশি সবথেকে বড় যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে শুষ্ক ঠোঁট। এই সময় অনেকেরই ঠোঁট ফেটে যায়। আবার ঠোঁট ফেটে রক্তও বের হয়ে থাকে। যা ভীষণ যন্ত্রণাদায়ক। তাছাড়া ফাটা ঠোঁট আপনাকে সৌন্দর্যও নষ্ট করে দেয়। কারণ ঠোঁটের এমন হাল হয় যে লিপস্টিক পরলেও দেখতে খারাপ লাগে।
তবে সমস্যা যেমন আছে তেমনি আছে সমাধানও। তাও একদম ঘরোয়া সমাধান। এক চুটকিতেই ঘরোয়া দেখভালে ফিরে পেতে পারেন ঠোঁটের নরম, তুলতুলে ভাব।
কীভাবে? চলুন জেনে নেয়া যাক-
১। বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে দু’মিনিট লাগিয়ে রাখুন, তারপর গরম জলে ধুয়ে ফেলুন।
২। অ্যালোভেরা জেলের সঙ্গে চিনি মিশিয়েও লিপ স্ক্রাব তৈরি করে নিতে পারেন। এটা ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।
৩। রোজ ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লিপ বাম লাগান। আর আলতো করে লাগিয়েই ছেড়ে দেবেন না। বরং, ক্রিম মাখার মতো করে তা ঠোঁটে মাসাজ করে নিন।
৪। সপ্তাহে ২-৩ দিন সকালে দাঁত মাজার সময় ওই ব্রাশ দিয়েই ঠোঁটের ওপরটা হালকা করে ব্রাশ করে নিন। এতেও দেখবেন ঠোঁটের উপরে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।
৫। মধু আর লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে তা ঠোঁটে লাগান। এতে ঠোঁট প্রয়োজনীয় আদ্রতা পাবে মধুর থেকে, আর লেবুর রস ঠোঁটে যদি কালচে ভাব থাকে তা পরিষ্কার করে দেবে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি