সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাত এসব প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রত্যয়নপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এম নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন, মুমিন চৌধুরী, মোঃ আলী দুলাল, মোস্তাক আহমদ পলাশ, জগলু চৌধুরী, তপন মিত্র প্রমূখ।
প্রত্যয়নপত্র পাওয়া ১৩টি ইউনিয়নের প্রার্থীরা হলেন, কোম্পানীগঞ্জ পশ্চিম ইলাশপুর ইউনিয়নে মোঃ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নে মোঃ আলী আমজদ, তেলিখাল ইউনিয়নে আপ্তাব আলী কালা মিয়া, ইছাকলস ইউনিয়নে একলাছুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে মোঃ জালাল মিয়া, দক্ষিণ রণিখাই ইউনিয়নে আব্দুল হাসিম, গোয়াইনঘাট উপজেলার রুস্মতপুর ইউনিয়নে মোঃ মাসুক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নে আব্দুস সালাম, পূর্ব জাফলং ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম, আলীরগাঁও ইউনিয়নে মোঃ গোলাম কিবরিয়া হেলাল, ফতেপুর ইউনিয়নে মোঃ আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়নে কামরুল হাসান (আমিরুল) ও তোয়াকুল ইউনিয়নে মোঃ লোকমান। দলের মনোনয়ন পাওয়া এসব প্রার্থীর অনেকে প্রত্যয়নপত্র হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, দল ও নেত্রী যে বিশ্বাস নিয়ে মনোনিত করেছেন, তার প্রতিদান দেবেন নৌকার বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি