সিলেট ৭ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : জেলার বিশ্বম্ভরপুরে ভিজিডি কার্ডধারী দু:স্থ মহিলাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা সদরে দু:স্থ মহিলাদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ভিজিডি কার্ডধারী উপকারভোগী মহিলারা বক্তব্য প্রদানকালে অভিযোগ করে বলেন, দু:স্থ মহিলাদের টানা তিন মাস সঞ্চয়ের পাঁচ লাখ ১৫ হাজার ৭শ’ টাকা উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী ওরফে কালা চাঁন পরস্পরের যোগসাজসে নির্ধারিত সময়ে ব্যাংক এশিয়া লি. বিশ্বম্ভরপুর শাখায় জমা না রেখে আত্মসাত করেছেন।
তারা চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নিকট থেকে দ্রুত আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও এ দুর্নীতির আইনি প্রতিকার দাবি করেন জেলা প্রশাসক, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিকট।
বক্তারা আরো বলেন, উপজেলার ধনপুর ইউনিয়নের ৫৭৩ জন ভিজিডি কার্ডধারী উপকারভোগী দু:স্থ মহিলাদের অনুকুলে সরকারি সহায়তার চাল প্রাপ্তির জন্য অতিরিক্ত আরো ২৫ টাকাসহ প্রত্যেক মহিলার নিকট থেকে চলতি বছরের জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর টানা ওই তিন মাস ৯০০ টাকা করে সংশ্লিস্ট ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে জমা নেয়ার পরও কোন টাকাই সংম্লিষ্ট ব্যাংকে ইউপি চেয়ারম্যান জমা না করে নিজেদের পকেটস্থ করেন।
মঙ্গলবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস জানান, ভিজিডি উপকারভোগী দু:স্থ মহিলাদের সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা না দেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি