সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসীরা একটি পরমাণু হামলার প্রচেষ্টা চালাচ্ছে এবং তাদের সেই পরিকল্পনা সফল হলে আমাদের এই পৃথিবী বদলে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এই আশঙ্কা ব্যক্ত করে বিশ্বে পরমাণু বোমা ও উপাদানগুলোর নিরাপত্তার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনে শুরু হওয়া পরমাণু নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা সন্ত্রাসীদের পরমাণু হামলার প্রচেষ্টার আশঙ্কা করে বলেছেন, তাদের ঠেকাতে ‘গঠনমূলক’ পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যদি কোনোভাবে পরমাণু অস্ত্রের মালিক হয়, তবে সেটি বিশ্বের নিরাপত্তার জন্য সবচাইতে ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।
শুক্রবার ওই সম্মেলনে ৫০টির বেশি দেশ যোগ দিয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি এবং সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকার বিষয় দুটি নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনে আয়োজিত এই সম্মেলনে যোগদানের প্রস্তাব প্রত্যাখান করেছেন। এছাড়া লাহোরে ভয়াবহ বোমা হামলার পর দেশে ফিরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের বৃহৎ অংশকে পারিমাণবিক অস্ত্র মুক্ত করার অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি পৃথিবীর পরমাণু স্থাপণাগুলো থেকে ভয়াবহ উপাদানসমূহ নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা বলেন। তিনি ভারতীয় উপমহাদেশ এবং কোরীয় উপদ্বীপের অঞ্চলটিতে পরমাণু বিস্তার রোধ করার কথাও উল্ল্রেখ করেন। তিনি বলেন, বিশ্বে ধীরে ধীরে পরমাণু অস্ত্রের যে ভাণ্ডার গড়ে ওঠছে তাতে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে তিনি সিরিয়ায় আইএসের রাসায়নিক অস্ত্র ব্যবহারের দৃষ্টান্ত উল্লেখ করেন।
তিনি বলেন, এ নিয়ে সন্দেহ করার কোনোই অবকাশ নেই যে, এইসব পাগলা লোকজনের (আইএসের সদস্যরা) হাতে যদি পারমাণবিক বোমা বা পরমাণবিক কোনো উপাদান পৌঁছায়, তবে তারা আরো বেশি মানুষকে হত্যা করার চেষ্টা করবে। এজন্য তিনি বিশ্বের পরামাণবিক উপাদানগুলোর নিরাপত্তার ওপর জোর দোয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি