সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫
সুরমা মেইলঃ মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর অর্থমন্ত্রী আবুল মাল মুহিত একথা বলেন।
বলেছেন, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ নতুন বেতন স্কেলের বেতন পাবেন আগামী ১ জানুয়ারি।
অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের যে বেতন হবে, সেটা নতুন কাঠামো অনুযায়ী হবে। তবে ওই বেতনের সঙ্গে এরিয়ার যাবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টস অফিসারদের উপর নির্ভর করছে, যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবে।
তিনি বলেন, “সচিবালয়ে হয়তো কিছুটা সমস্যা হবে। কারণ সংখ্যাটা অনেক বড়। তবে পাওনা তো হয়েই থাকবে, সে পাবেই।“ দেরি হলে ভালো, জমা হয়ে থাকল”, যোগ করেন অর্থমন্ত্রী।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।
এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি