সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি তুলে দিয়ে শুরু হয়েছে ‘জেলা পরিষদ বইপড়া উৎসব’। এর আয়োজন করেছে ‘ইনোভেটর’, সহযোগিতায় আছে সিলেট জেলা পরিষদ। আজ শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন হয়।
বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, শিল্পী, লেখকদের উপস্থিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাঙালি জাতির সবচেয়ে বড় গ্রন্থের নাম শেখ মুজিব। মুজিবকে না পড়লে, এই মুজিবের জীবনকে না জানলে বাঙালজনমের অতৃপ্তি রয়েই যাবে। মুজিব পাঠ ভিন্ন বাঙালি জীবন কখনোই সম্পূর্ণ হয় না। কেননা, শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাথা। আমাদের সাহসের জন্য, দ্রোহ, বিপ্লব আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব আর শৌর্যকে অন্তরে প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবকে অধ্যয়ন জরুরী।’
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘একজন আর্দশ বাঙালি হওয়ার স্বপ্ন দেখতে হলে সবার আগে শেখ মুজিবের জীবন, কর্ম ও আর্দশের পাঠ নিতে হয়। সে লক্ষ্যে ইনোভেটর-এর এ উদ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনাদর্শ প্রচারের বিষয়টি মাইলফলক।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ এবং শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ।
ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বইপড়া উৎসবের পথচলা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। ইনোভেটর এর সদস্য ঈশিতা ঘোষ চৌধুরী এবং সুপ্রিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বইপড়া উৎসবে অংশগ্রহণের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমসি কলেজের শিক্ষার্থী কাকনপ্রিয়া গোস্বামী এবং সোবহানীঘাট মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মোমিন।
গীতবিতান বাংলাদেশের পরিচালক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় মহান জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয় উৎসবের। এর আগে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমী শিক্ষার্থীরা জড়ো হতে থাকে শহীদ মিনারে। ইনোভেটর এর সমন্বয়ক প্রভাষক সুমন রায় এবং আশরাফুল ইসলাম অনির তত্ত্বাবধানে ইনোভেটর-এর কর্মীরা শিক্ষার্থীদের রিপোর্ট কার্যক্রম সম্পন্ন করেন। বেলা ৩টা বাজার সাথে সাথেই শহীদ মিনার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় সংগীতের পর পরই মূলমঞ্চে অতিথিদের বরণ করে নেন ইনোভেটরের সদস্যরা।
আলোচনাসভা শেষে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ। মুজিববর্ষকে সামনে রেখে বইপড়া উৎসবের এবারের আসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ কিংবা মুজিব পাঠ কখনো সমাপ্ত হয় না। দেশপ্রেম কখনো ফুরিয়ে যাওয়ার জিনিস না। তাই, তারুণ্যের মনোজগতে দেশপ্রেমের প্রদীপ প্রজ্জ্বলিত করতে গ্রন্থ পাঠের বিকল্প নেই।’ বক্তারা তরুণ শিক্ষার্থীদের ইতিহাস এবং তথ্য বিকৃতির বিরুদ্ধে সজাগ থাকারও আহবান জানান।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি