সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
সুরমা মেইল : গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে আসা পাথরবোঝাইকৃত একটি ট্রাকের চাপায় নিহত ২ (দুই) আহত ২ (দুই) হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত ১০টার দিকে শহরতলী পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরের বাজারের সিএনজি চালক বাবুল হরফে মদন (৩২) ও শাহপরান এলাকার ধনু কান্দির বাসিন্দা শুঁটকি ব্যবসায়ী রফিক মিয়া (৪৫)।
আহতরা হলেন- পীরের বাজার শিপন সেলুনের কারিগর লিটন দাশ (২৫) অজ্ঞাত আরেক জন।
এ দিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও পীরের বাজার সি এন জি অটোরিক্সা শ্রমিকরা মিলে রাস্তয় গাছ ফেলে অবরোধ করে রাখে প্রায় ২ঘন্টা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাইকৃত একটি ট্রাক দ্রুত গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি, কেরী ক্যাব, র্যাপিড, রিক্সাসহ স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই রফিক মিয়া মারা যান এবং আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যান সিএনজি চালক বাবুল ওরফে মদন।
খবর পেয়ে, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশসহ বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস কর্মী পৌঁছে।
পরে ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম বিলাল ঘটনাস্থলে এসে জনতা ও শ্রমিকদের শান্ত করে রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি