সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৫
সুরমা মেইলঃ সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড তারকা সালমান খান ও হালের সেনসেশন সোনম কাপুরের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ এর প্রথম পোস্টার। আর সবার আগে নিজের টুইটার অ্যাকাউন্টে সেটা পোস্ট করেন অনিলতনয়া। এর পর পরই শুরু হয় জল্পনা—রেশমি ঝালর বসানো কলম দিয়ে সোনমের পিঠে কী যেন লিখছেন ‘ভাইজান’। প্রশ্ন উঠেছে, কী লিখেছেন সালমান খান? প্রেমকাহিনি না রত্নসংবাদ।
এই দৃশ্য দেখেই দর্শকরা অবাক। তাহলে ছবিটির গল্প শুনলে তো নিশ্চয়ই আরও অবাক হবেন তারা। আর ছবির গল্পেই লুকানো এই লেখালেখির রহস্য।
সালমান খান ও সোনম কাপুর অভিনীত এই ছবিটি আগাগোড়া রাজকীয় রহস্যের জালে মোড়া। প্রেম, অর্থ, লোভ, লালসা, হিংসা—সবকিছুর সম্মিলনে এক নিটোল বুননে তিলে তিলে ছবিটি তৈরি করেছেন পরিচালক সুরাজ বরজাতিয়া।
ছবিতে সালমান খানকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। এক চরিত্রে তিনি রাজা, অন্য চরিত্রে তিনি সাধারণ মানুষ। রাজার নাম প্রেম আর সাধারণ মানুষটির নাম বিজয়।
রাজা প্রেমের আবার বিলাসবহুল জীবনযাপন মোটেও পছন্দ নয়। সে চায় মাটির মানুষের কাছাকাছি থাকতে। তা চাইলেই কী আর হয়! একটু অমনোযোগী হলেই তো সৎ ভাই নিরঞ্জন দখল করে নেবে সব বিষয়-সম্পত্তি। তাই রাজা প্রেমকে অপছন্দের জীবনেই আটকে থাকতে হয়।
একদিন তার সঙ্গে দেখা হয় বিজয়ের। নিজের চেহারার সঙ্গে মিল দেখে বিজয়কে রাজা বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন প্রেম। আর নিজে বেরিয়ে পড়েন বহু আকাঙ্ক্ষিত সেই জীবনের খোঁজে!
রাজকুমারী মৈথিলী তো আর সেটা জানেন না। তার প্রেম-কাহিনি এগিয়ে চলে বিজয়ের সঙ্গেই। আর ঠিক এই জায়গাতে এসেই দানা বাঁধে জমাট রহস্য। প্রেম না বিজয়, কার হাত গুপ্ত কথা লিখে দিচ্ছে রাজকুমারী সোনমের পিঠে? আর কী-বা লিখছেন? নিখাদ প্রেম প্রকাশ না-কি আত্মপরিচয়?
তবে সেসব কথা এখনই জানাতে রাজি নন পরিচালক–প্রযোজকরা। এজন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ১২ নভেম্বর পর্যন্ত। ওই দিনই মুক্তি পাবে ‘প্রেম রতন ধন পায়ো’।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি