সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বছরের প্রথম দিনে সাড়ে ৬ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার প্রমুখ। পরে এমপি আবু জাহির জেলা শহরসহ বিভিন্ন এলাকার স্কুল-মাদ্রাসায় গিয়ে বই বিতরণ করেন।
শিক্ষা বিভাগ জানিয়েছে, এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৪০০টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ লাখ ৭৬ হাজার শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৮টি নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মাঝে মাধ্যমিক পর্যায়ের ৩৪৮টি প্রতিষ্ঠানের ২ লাখ ৩৭ হাজার ৪৭২ জন শিক্ষার্থী পাচ্ছে ৩১ লাখ ৯৮ হাজার ৪১৪টি বই। অন্যদিকে প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৫২টি বিদ্যালয়ের ৪ লাখ ৩৯ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পাচ্ছে ১৮ লাখ ৬ হাজার ৬৬৪টি বই।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিত থাকা ও কোচিং সেন্টারে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আবান জানান এমপি আবু জাহির। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে অভিভাবকদের সাথে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
নির্বাহী সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি