সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে ৮০০ এর বেশি মসজিদ হুমকি এবং হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব হামলার বেশিরভাগ ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত হয়নি। মানবাধিকার সংস্থা ‘ব্রান্ডেইলিগের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে আনাদলু।
সংস্থাটি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে মসজিদে হামলা, গুঁড়িয়ে এবং হুমকির ৮৪০ টি ঘটনা রেকর্ড করেছে।
২০১৮ সালে দেশটির অপরাধের বিশদ বিশ্লেষণে জানা যায়, মসজিদে এসব হামলার বেশিরভাগ হামলাকারীই ধরাছোঁয়ার বাইরে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে দেশটিতে মসজিদে ১২০টি হামলার রেকর্ড করা হয়। এর মধ্যে কেবল ৯ টি হামলার হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির বিশেষজ্ঞরা, এই হার উদ্বেগের কারণ উল্লেখ করে জানান, অন্তত ২০টি হামলার ক্ষেত্রে হামলাকারী মসজিদে অগ্নিসংযোগ, মুসল্লিদের হত্যা বা শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য ছিল।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণভাবে পুলিশ কর্মকর্তারা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অনতিবিলম্বে তদন্ত শুরু করে। এরপরেও আজ অবধি প্রায় কোনো ঘটনারই সমাধান হয়নি।
রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে মসজিদে বেশ কয়েকটি হামলার পেছনে বামপন্থী চরমপন্থী এবং ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর অনুসারীরা ছিল। তবে বেশিরভাগ হামলা চালিয়েছে দক্ষিণপন্থী চরমপন্থী বা নব্য-নাৎসি গোষ্ঠী।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি