অস্ট্রিয়ার বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

অস্ট্রিয়ার বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ দূতাবাস

অস্ট্রিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ দূতাবাসে। স্থানীয় সময় বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। পরে দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।

 

ইউরোপের অন্যান্য দেশের মতো অস্ট্রিয়াতে সেকেন্ড ওয়েভে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার সরকারের নির্দেশনা মেনে এ বছর বিজয় দিবস উপলক্ষে এক অনলাইনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন বাংলাদেশ দূতাবাস।

 

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু করা হয়। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. তারাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং স্লোভেনিয়ায় বসবাসরত প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি।

 

ভার্চুয়ালি আয়োজিত এবারের এ আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম, স্বাধীনতাত্তোর দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত দূরদর্শী নানানীতি সম্পর্কে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি স্বাধীন রাষ্ট্র গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদান তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মযজ্ঞের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com